1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় ১০৬ বছর পর থানার জমি উদ্ধার। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল .. এ কে এম এ আউয়াল। সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী -মহিউদ্দিন মহারাজ !! আড়িয়াল খাঁ নদীর উপর হতে যাচ্ছে সেতু কথা দিয়ে কথা রাখলেন — আবুল হাসানাত!! হিজলায় অবসরপ্রাপ্ত বিজেপি সদস্যের রহস্যময় মৃত্যু লাশ উদ্ধার ।। হিজলায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিময়! নলছিটিতে জমজমাট কোচিং বাণিজ্য! হিজলায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি হিজলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ। ভারসম্যহীন নারীর নবজাতক শিশুটি”এখন ছোটমণি নিবাসে!

ভান্ডারিয়ায় “অনশনে থাকা মুক্তিযোদ্ধাদের “জুস খাওয়ালেন “ইউএনও।

এইচ এম জুয়েল
  • আপডেট সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৫২ বার পঠিত

ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা বাছাই কমিটি বাতিলের দাবিতে অনশন ধর্মঘট করেন বাদ পড়া গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাগণ।

ভান্ডারিয়া প্রতিনিধিঃ  পিরোজপুরের ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা বাছাই কমিটি বাতিলের বিরুদ্ধে অনশন ধর্মঘট করেন বাছাই কমিটি কর্তৃক বাদ পড়া গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাগণ। পরে জুস ও পানি খাওয়াইয়ে অনশন ভেঙে দেন ভান্ডারিয়ার নির্বাহী কর্মকর্তা।

(২আগষ্ট )মঙ্গলবার সকাল থেকে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে বেদীতে অনশন ধর্মঘট পালন করেন প্রায় ২০-২৫ জন গেজেটভুক্ত তালিকা থেকে বঞ্চিত মুক্তিযোদ্ধাগণ। তাদের দাবি উদ্দেশ্যে প্রণিত হয়ে তাদের নাম বাদ দিয়েছে।

এসময় আয়োজক কমিটির আহ্বায়ক, কাজী মতিউর রহমান বলেন ভান্ডারিয়ার মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সদস্য গণ, আমাদের প্রশিক্ষণ ও যুদ্ধকালীন সকল কাগজপত্র যাচাই-বাছাই করা সত্ত্বেও আমাদের ৪০জনকে খ ও গ শাখায় উত্তীর্ণ করে প্রতিবেদন মন্ত্রণালয় পাঠিয়েছে। যেটা অত্যন্ত দুঃখ ও বেদনাদায়ক।  আমরা বাছাই কমিটি থেকে বাদ পড়া ৪০ জনের মধ্যে থেকে পরবর্তীতে ৩ জনকে অন্তর্ভুক্ত করে। আমরা বাকি ৩৭জন গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধারা জামুকায় আপিল করেছি । দুঃখের বিষয় আমরা বর্তমানে মুক্তিযোদ্ধা সম্মানিত ভাতা থেকে বঞ্চিত।                             আমরা গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাগণ প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি করছি, উক্ত মুক্তিযোদ্ধা বাছাইকৃত কমিটি সকল কার্যক্রম বিলুপ্ত করে পুনরায় সত ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে মুক্তিযোদ্ধা বাছাই কমিটি তৈরি করা হোক।

এদিকে দুপুর গড়িয়ে গেলে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে অনশন ধর্মঘট ভাঙ্গাতে জুস ও পানি নিয়ে শহীদ মিনার চত্বরে আসেন ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সংসদ ভান্ডারিয়া কমান্ডার সিমা রানী ধর। এ সময় আরো উপস্থিত ছিলেন ভান্ডারিয়া আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু, যুবলীগের সেক্রেটারি এহসাম হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাহী কর্মকর্তা অনশন কৃত মুক্তিযোদ্ধাদের আশ্বস্ত করে বলেন আপনারা স্মারকলিপি দিন আমি মন্ত্রণালয়ের পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করিব।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD