তৃণমূল প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন ভান্ডারিয়া শাখার উদ্যোগে, (৩০ এপ্রিল) শনিবার বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভান্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এহসাম হাওলাদার, সংগঠনের সভাপতি সাংবাদিক মামুন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ মাহমুদ প্রিন্সিপাল আল-গাজ্জালী ইসলামিয়া কামিল মাদ্রাসা, বিহারী লাল মিত্র পাইলট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
সংগঠনের সেক্রেটারী সাংবাদিক এইচ এম জুয়েলের পরিচালনায়, আরো বক্তব্য রাখেন সমাজসেবক ওয়াসীম মান্নান উৎপল হাওলাদার, সাংবাদিক শামসুল ইসলাম আমিরুল, সাংবাদিক ও শিক্ষক আবুল কালাম আজাদ,শিক্ষক ও সাংবাদিক শফিকুল ইসলাম আজাদ, সাংবাদিক ও শিক্ষক শহিদুল ইসলাম মল্লিক প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করে মানিক মিয়া বাড়ির জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোস্তফা হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠান সহ-সভাপতি চপল হাওলাদার, সাংবাদিক হাচান ইমাম পান্না, বশির উদ্দিন, শঙ্কর জিৎ সদ্দার, মোঃ সুমন মল্লিক, গাজী মুজিবুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম মল্লিক, মোঃ শাহজাহান হাওলাদার, মোঃ লোকমান হোসেন, মোঃ মিজানুর রহমান, তৌহিদুল ইসলাম রুবেল, জাকারিয়া পাহোলান, মোঃ ডালিম, মাহিয়ান সিজান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক রেজাউল ইসলাম, মোঃ বাবু, মোঃ হানিফ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক স্থানীয় গণ্যমান্য ও ধর্মীয় আলেম-ওলামাগণ।