ভান্ডারিয়া প্রতিনিধি:- পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলায় ব্যাংক এশিয়ার ২২ তম প্রতিষ্ঠিত বার্ষিক পালিত হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) সকালে ১১ ঘটিকায় এ উপলক্ষে ভান্ডারিয়ার ডিজিটাল পোস্ট অফিস হলরুমে ভান্ডারিয়া ব্যাংক এশিয়ার এজেন্ট শাখার পরিচালক “সাগর কুমার মিস্ত্রী আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা মধ্য দিয়ে দিবসটি পালিত হয় এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়ার উপজেলার প্রধান পোস্ট মাস্টার “শিল্পী রানী রায়, মোহনা টিভি’র পিরোজপুর জেলার সাংবাদিক এইচ এম জুয়েল।
আরো উপস্থিত ছিলেন মোঃ শামিম মিয়া এস এম ই ডেভলপমেন্ট অফিসার বাংলালিংক ভান্ডারিয়া শাখা। ব্যবসায়ী সাইফুল ইসলাম সুমন, সুরঞ্জিত সিংহ তাঁতী লীগের ভান্ডারিয়া শাখা দপ্তর সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পোস্ট অফিসের সকল কর্মকর্তাবৃন্দ।
এ সময় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ ডাক বিভাগের সাথে সংযুক্ত হয়ে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং নিষ্ঠা ও সুনামের সাথে পরিচালনা করে যাচ্ছে।
উপস্থিত অতিথিরা ব্যাংক এশিয়ার ২২তম বছরে পদার্পণ করা উপলক্ষে ব্যাংকটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছে।