ভান্ডারিয়া প্রতিনিধি:- বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যারাতে ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন মোহন মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, পিরোজপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা বশির আহমেদ, ভাণ্ডারিয়ার এসিল্যান্ড রুমানা আফরোজ, আওয়ামী লীগের সভাপতি ফাইজল রশিদ খসরু জমাদ্দার, জাতীয় পার্টির (জেপী)র যুগ্ন আহবায়ক গোলাম সরোয়ার জমাদার, মদন মোহন (জিউ) মন্দির কমিটির সভাপতি কিরণ চন্দ্র বসু, সেক্রেটারি উত্তম দাস পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার দাস সহ বিভিন্নরাজনৈতিক ও সামাজিক লোক উপস্থিত ছিলেন।
D.C সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন পিরোজপুর জেলা ও ৭টি উপজেলায় মোট ৫৬২ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সর্বজনীয় ও সম্মিলিতভাবে পূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। সকলেই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করার আহ্বান জানান।
ভান্ডারিয়া পূজা উদযাপন কমিটি ব্যান্ড পার্টি সজ্জিত হয়ে অতিথিদের বরণ করেন। ঢাকের তাল ঘন্টার আওয়াজ উলুধ্বনির মধ্য দিয়ে অষ্টমী পার করেন।