ভান্ডারিয়া প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টির (জেপি)র ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে (২৭ এপ্রিল বুধবার) ভান্ডারিয়া উপজেলা চত্বরে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়ার জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ছাত্রসমাজের সভাপতি সালাউদ্দিন রাহাত জোমাদ্দারের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা নদমূলা ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দিন আরিফ ও জেপি নেতা ইউসুফ আলী আকন।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু ও যুবলীগের সেক্রেটারি এহসাম হাওলাদার।
এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও ভিটাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না, জেপি নেতা শহীদুজ্জামান রাজু মল্লিক, যুবলীগের সভাপতি এনামুল তালুকদার টিপু, জেপি নেতা হুমায়ুন কবির বাদল শিকদার, গোলাম কবির নান্টু, নাজমুল ইসলাম মিঠু, আরিফুল ইসলাম শিমুল আকন, রফিকুল ইসলাম আফজাল সরদার, ওমর ফারুক মনির, টিপু সিকদার, বেল্লাল মুন্সী, ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান শিকদার রিচান ও যুগ্ন আহবায়ক আল-আমিন সরদার।
ছাত্র সমাজের সদস্য-সচিব জহির উদ্দিন অন্তুর সার্বিক তত্ত্বাবধানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা ও ইন্দুরকানী’র ছাত্রসমাজের সভাপতি ও সম্পাদক, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সালাম খন্দকার, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ, ছাত্র সমাজ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক শিক্ষক, সুশীল সমাজ ও ধর্মীয় আলেম-ওলামাগণ। জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন।