এইচ এম জুয়েল:- পিরোজপুর জেলার সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী করোনাভাইরাস এর তৃতীয় ডোজ বুস্টার টিকা গ্রহণ করার পরেও এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নিজাম উদ্দিন। সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকী। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কয়েক দিন ধরে তিনি অসুস্থ বোধ করার পর মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে জেলা হাসপাতালে র্যাপিড টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।তিনি করোনার টিকার প্রথম ডোজ হিসেবে সিনোফার্মার টিকা নেন। এরপর দ্বিতীয় ডোজও সম্পন্ন করেন। পরে কয়েকদিন আগে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকার নিয়েছিলেন।
এদিকে: এ খবর শুনে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং টিকার কার্যকারীতা নিয়ে প্রশ্ন উঠেছে। পিরোজপুরে দিন দিন করোনায় আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলায় একাধিক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষ আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় মোট পজিটিভ হয়েছেন ৩৮ জন। এরমধ্যে জেলা হাসপাতালে ৫ জন, সদর উপজেলায় ১৮ জন, মঠবাড়িয়ায় ১৫ জন ও নাজিরপুরে ৫ জন আক্রান্ত হয়েছে।
জেলায় এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৭৩টি। পজেটিভ ৫ হাজার ৫৪৮ জন। এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ৭৩৭ জন। সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ২১৭ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৮৩ জন।