—–বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
তৃণমূল প্রতিনিধিঃ যুদ্ধ নয় শান্তি, শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলে বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, চেয়ারম্যান প্রেস কাউন্সিল। তিনি আরো বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি অসহায় মানুষের পাশে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সকল বিবেকবান রাষ্ট্র কাছে অনুরোধ করেন নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবার জন্য এবং এই মরণ যুদ্ধ বন্ধ করার জন্য জাতিসংঘের কাছে উদাত্ত আহ্বান জানান। যুদ্ধ নয় শান্তি এই হোক আমাদের পৃথিবী।
গতকাল (২১ অক্টোবর শনিবার) বাংলাদেশ লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস সার্ভিসের ফাউন্ডেশন এর আয়োজনে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এক আলোচনা সভায়, প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডঃ ইব্রাহিম খলিল (মজুমদার) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল নুর দুলাল সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির, মোঃ নুর হাকিম সম্পাদক দৈনিক সকালের সময়, প্রতিষ্ঠানের সম্পাদক অ্যাডঃ মোঃ শাহরীফ হোসেন সুমন, বিশ্বাস্ভর কুমার নাথ এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক ঢাকা, মোঃ সাইফুল ইসলাম চেয়ারম্যান সাচকো ট্রোডি লিঃ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম ও এইচ এম জুয়েল সম্পাদক দৈনিক তৃণমূল সংবাদ সহ আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার সুশীলবৃন্দ।
এই মানবাধিকার সংগঠনটি দীর্ঘদিন যাবত মানবাধিকার লংঘন সহ অসহায় মানুষের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে।
পরিশেষে ঢাকা মহানগরের নতুন কমিটি ঘোষণা করে প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করান ।
এবং এক মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে।