তৌহিদুল ইসলাম রুবেল:- চল করি বৃক্ষরোপণ, ফলে ফুলে ভরুক আমাদের অঙ্গণ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বিএম কলেজে বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএম কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ।
গে আজ ১৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ফল,ফুল ও ওষধিসহ চার শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি র্যালি ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়।
বিএম কলেজ পরীক্ষা ভবনের সম্মুখে বকুল চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিএম কলেজের উপাধ্যক্ষ এ এস কাইউম উদ্দিন আহমেদ,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন সরোয়ার,বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএম কলেজ শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম পলাশ,সহ-সভাপতি মোঃ সুজন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর মুবিন,সাংগঠনিক সম্পাদক কাজী আশরাফুল ইসলাম হাসিব, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক আরিফুর রহমান মুরাদ,সমাজকল্যাণ সম্পাদক মোঃ বায়জিদ হোসেন, সদস্য মোঃ তারিকুল ইসলামসহ বিএম কলেজের অসংখ্য শিক্ষার্থী।
বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএম কলেজ শাখার বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর ও বরিশাল মহানগর সভাপতি আলহাজ্ব আবু মাসুম ফয়সাল।
সার্বিক সহযোগিতায় ছিলেন মনোয়ারা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ও মনোয়ারা বেগম ফাউন্ডেশনের উপদেষ্টা মানিক হাওলাদার।
মোঃ মিজানুর রহমান বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনা করেন ও সুন্দর পৃথিবী গডতে মানুষকে বৃক্ষরোপণে আহ্বান জানান।