মোঃ আলহাজ হিজলা থেকেঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল- ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ ও কাজির হাট) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি এডভোকেট আফজালুল করিম জনসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছেন। বুধবার বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার কাউরিয়া বাজারের দোকানী এবং আগত সাধারণ মানুষের মাঝে তিনি নৌকায় ভোট দেওয়ার ৫৩ টি যুক্তি সম্বলিত লিফলেট বিতরণ করেন।এ সময় তাহার নির্বাচনী এলাকায় উন্নয়ন ভাবনা এবং সকালের দোয়া কামনা করেন। জনসংযোগের পরে তিনি কাউরিয়া পশ্চিম বাজারে নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে প্রত্যাশা জানিয়ে উন্নয়ন ভাবনা তুলে ধরেন।তিনি বলেন, আমি নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।সেজন্যই তিনি স্মার্ট বরিশাল-৪ আসন গড়ার লক্ষ্যে উন্নয়নের ভাবনা জনগণের নিকট তুলে ধরেছেন।