হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাসুদ রাড়ি (১৪) এক কিশোর নিখোঁজ রয়েছেন। এ সময় নিখোঁজের পিতা আবুল কালাম রাড়ি (৪০)গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার(১৫ জুন) সকালে উপজেলার হিজলা গৌরব্দি ইউনিয়নের (২ নং ওয়ার্ড) খৈলা নামক এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।নিখোঁজ মাসুদ ওই ইউনিয়নের চরকিল্লা এলাকার আবুল কালাম রাড়ির ছেলে।বজ্রপাতে আহত হয়ে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আবুল কালাম রাড়ি জানান,ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরতে যাওয়ার পরে হঠাৎ আকাশে মেঘ দেখে বাড়িতে যাওয়ার সময় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বিকট শব্দে আমি অজ্ঞান হয়ে পড়ি ছেলে নৌকার পিছনে ছিল।
হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া বলেন,ভোরে বাবা ছেলে নদীতে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে জেলে আবুল কালাম রাড়ির সঙ্গে থাকা ছেলে মাসুদ নিখোঁজ রয়েছেন। আহত জেলে হাসপাতালে ভর্তি আছেন।