তৃণমূল প্রতিনিধি:- সদস্য বিদায়ী পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের সদস্য সচিব মো. মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদ প্রশাসক হিসেবে সরকার কর্তৃক নিয়োগ পাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু, তার পরিবারে নিহত সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া মোনাজাত করেন।
এ সময় ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমান, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুকু, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহিউদ্দিন মহারাজ সাংবাদিকদের বলেন এ কৃতজ্ঞ শেষ করার মত নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষে আমি সহ অন্যান্য জেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ নিরলসভাবে কাজ করে যাবে।