বাউফল উপজেলার বগা বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক নিয়ন্ত্রনে এসেছে বলে মনে করেন এলাকাবাসী।এ কৃতিত্বের বেশির ভাগ অংশই যায় বগা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জনাব মো: মহিবুল্লাহ সাহেবের কাছে । তিনি বগা পুলিশ তদন্ত কেন্দ্রে আসার পরই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষে নিরলস ভাবে কাজ শুরু করেন । এলাকার চোর, ডাকাত, ছিনতাইকারী থেকে শুরু করে মাদক ব্যবসায়ীদেরকেও কঠোর হাতে দমন করেছেন তিনি। তার আমলে চুরি ছিনতাই ডাকাতি মাদক ব্যবসা অনেকাংশে কমে গিয়েছে। জাটকা ধরা, ইভ টিজিং সহ যে কোনো ধরনের অপরাধ এবং বে আইনি কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে । জনাব মো:মহিবুল্লাহ সাহেব বলেন, আমি এখানে এসেছি সততার সাথে দায়িত্ব পালন করতে, এজন্য সাধারণ মানুষ আমাকে ভালোবাসে।এবং যতোদিন পুলিশের ইউনিফর্ম আমার গায়ে থাকবে, আমার সামনে কেউ বে আইনি কাজ করে পার পাবে না ইনশাআল্লাহ । আমি যেনো এভাবেই সবার সেবা করে যেতে পারি, এজন্য সবাই আমাকে দোয়া করবেন।