মাসুদ রানা,সিনি:রিপোর্টার :- পবিত্র রমজানে মাসে ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে ঢাকার একটি সংঘবদ্ধ ছিনতাইকারীর প্রতারক চক্র।(৯ এপ্রিল) শনিবার ঢাকার কাওরানবাজার সোনারগাঁও ক্রসিং সংলগ্ন, দুই জন পেশাদার ছিনতাইকারীকে ফিল্মি স্টাইলে সহকারীদের নিয়ে পাকড়াও করেন ট্রাফিক বিভাগের পুলিশ সার্জন আসাদুজ্জামান জুয়েল।
ভিকটিম মোঃ মুকবুল হোসেন নামে এক ভদ্র লোকের পকেট কেটে ৫০ হাজার টাকা নিয়ে বাস থেকে লাফিয়ে পড়েন দুই ছিনতাইকারীরা ।পালানোর চেষ্টা কালে বিষয়টি দায়িত্বরত ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেনের নজরে পড়ে তাৎক্ষনিক ট্রাফিক বিভাগের পুলিশ ইন্সপেক্টর (টিআই) আনোয়ার কবির এর সার্বিক দিক নির্দেশনায় সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল ও সার্জেন্ট শফিউল রাজিব,মান্নাফ ,নজরুল ইসলাম, শামসুজ্জামান,আঃ মজিদ,কং মনিরদ্বয়ের যৌথ প্রচেষ্টায় ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় পেশাদার ছিনতাইকারী’কে ধাওয়া করে একজনকে সোনারগাঁও ক্রসিং থেকে এবং অন্যজনকে পেট্রোবাংলা গ্যাপ থেকে ভিকটিমের ৫০হাজার টাকা সহ আটক করে অক্ষত অবস্থায় তাকে টাকা ফেরত দেওয়া হয়।
আটককৃত ২ জন-ই পেশাদার ছিনতাইকারী বলে জানান সার্জেন্ট জুয়েল।আটককৃতরা দুজন-ই (আপন সহোদয়’ ভাই) এরা হলো মাদারীপুরের সোহেল হাওলাদার ও ইব্রাহিম হাওলাদার।
এই বিষয়ে সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল বলেন,এরা কেবল রমজান মাসে নয় ঈদ/উৎসব সহ সারা বছর ধরে তৎপরতা চালায় এই চক্রের সদস্যরা।আমাদের চোখে পড়লে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ওদের হাত থেকে সাধারন মানুষদের বাঁচানোর।আটককৃতদের তেজগাঁও থানার এসআই তারেক রাজীব এর মাধ্যমে হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এদিকে ছিনতাইকারীর হাত থেকে টাকা উদ্ধার করায় পুলিশ ডিপার্টমেন্টে প্রশংসায় ভাসলেন উদ্ধারকারী পুলিশ গন।