ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের ভান্ডারিয়া বন্ধর ব্যাবসায়ী ও স্থানীয় সাংবাদিক মোঃ বাদল ব্যাপারীর বাবার বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ১নং উত্তর ভিটাবাড়িয়া গ্রামে শনিবার (১২ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস নিশ্চিত করেন।
সাংবাদিক মোঃ বাদল ব্যাপারী বলেন, শত্রুপক্ষ পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবেই আমার বসত ঘরে আগুন লাগিয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ পারভেজ আহাম্মেদ পলাশ জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ৯৯৯ এর ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ১ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোই।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।