পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অধ্যাপক আলমগীর হোসেন কে আহবায়ক ও গাজী ওয়াহিদুজ্জামান লাভলুকে সদস্য-সচিব এবং আবুল কালাম আকনকে সদস্য করে দীর্ঘ ১০ বছর পরে জেলা বিএনপির আংশিক তিন সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
শুক্রবার ১৫ এপ্রিল বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কমিটি অনুমোদন দেন।
জেলা বিএনপির নতুন কমিটির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন এর পূর্বে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নতুন কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সদস্য আবুল কালাম আকন জেলা বিএনপি’র সহ-সভাপতি দীর্ঘদিন যাবৎ আইন পেশায় নিয়োজিত সাবেক পিপি এবং জাতীয়তাবাদী আইন সংগঠনের সভাপতি।
উল্লেখ্য, ২০১২ সালের ৬ সেপ্টেম্বর থেকে সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলকে সভাপতি ও অধ্যাপক আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে পিরোজপুর জেলা বিএনপির কমিটি করার দীর্ঘ ১০ বছর পরে শুক্রবার কেন্দ্রীয় বিএনপির পুনরায় জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেন।