পিরোজপুর প্রতিনিধিঃ খালেদা জিয়ার মুক্তির দাবি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলা ও সকল মিথ্যা ও গায়েবী মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
মঙ্গলবার (৬ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলের শেষে এ সমাবেশে পরিণত হয়।
সেখানে সালাউদ্দিন কুমার বলেন দশ তারিখের জনসভা সফল ও সার্থক করতে পিরোজপুর জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে। সরকার যত ষড়যন্ত্রী করুক না কেন সকল বাধা উপেক্ষা করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।