পিরোজপুর প্রতিনিধি : বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে পিরোজপুরে তিন দিনব্যাপী মৌলিক প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তর, আইএফআর্সি, জার্মান রেডক্রসের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সহযোগিতায় ও রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের আয়োজনে ইউনিট কার্যালয়ে এ প্রশিক্ষণ শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক।
ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ সানা, ইউনিটের যুব প্রধান শুভদীপ শিকদার শুভ। এসময় পিরোজপুর জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠান শেষে প্রত্যেকটি উপজেলার সকল বিদ্যালয়ে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি ও যেকোনো দুর্যোগ মোকাবেলায় দক্ষ স্বেচ্ছাসেবী কাজের লক্ষ্যে প্রাক পরবর্তী পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩০ জন যুব সদস্যকে সনদপত্র বিতরণ করা হয়।