পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে ব্র্যাকের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয় শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ।
অন্যাান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক রাজনীতি ও সংস্কৃতি নেতৃবৃন্দ।