পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের বঙ্গমাতা সেতু পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি ও জজ কোর্টের আইনজীবী ওয়ালীদ হাসান বাবুর সহধর্মিনী মারুফা বেগম নিহত হয়েছেন। এঘটনায় সাংবাদিক অ্যাডভোকেট ওয়ালীদ হাসান বাবুও আহত হয়েছেন।
জানাযায়, সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় বাবুর শ্বশুর বাড়ি থেকে মটোরসাইকেল যোগে সাংবাদিক বাবু ও তার স্ত্রী পিরোজপুর সদরে নিজ বাসায় ফিরছিলেন। ফেরার সময় পথে বঙ্গমাতা সেতু পারাপারের সময় এক পথচারী সামনে পড়লে তাকে বাঁচাতে গিয়ে এ দূর্ঘটনায় স্বীকার হন তারা।
স্হানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে। ওয়াহিদ হাসান বাবু সামান্য আহত হলেও তার স্ত্রীর অবস্থা আশংকাজনক ছিল। তাকে মুমূর্ষ অবস্থায়
পিরোজপুর থেকে খুলনা নিয়ে যাবার পথে বলেশ্বর ব্রিজ এলাকায় বসে মারা যায় বাবুর স্ত্রী মারুফা বেগম। এ খবর শুনে আত্মীয়-স্বজন ও সহকর্মীদের মাঝে এক শোকের ছায়া নেমে আসে।