তৌহিদুল ইসলাম রুবেল, পিরোজপুর । বর্ষায় নতুন পানি আসার সঙ্গে সঙ্গে খাল-বিল, নদ-নদীতে দেখা মেলে বিভিন্ন প্রজাতির দেশি মাছের আনাগোনা। আর এসব মাছ ধরতে প্রয়োজন হয় চাই বা দুয়ারীর। পিরোজপুর সদর উপজেলার বাজারে জমে উঠেছে এসব মাছ ধরার যন্ত্রের হাট। প্রতিদিন এ হাটে হাজার হাজার মাছ ধরার চাই খুচরা ও পাইকারি দরে বিক্রি হচ্ছে।
জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার বহু পরিবার চাই ও দুয়ারী তৈরির সঙ্গে জড়িত। বছরের বর্ষা মৌসুমের ৬ মাস তারা এ মাছ ধরার যন্ত্র তৈরির কাজ করে থাকেন।
তল্লা ও কালী জিরা বাঁশ দিয়ে এ যন্ত্র তৈরি করা হয়। একটি বাঁশ দিয়ে ৬০ থেকে ৭০টি চাই তৈরি হয়। তবে একজন শ্রমিক একদিনে ৫ থেকে ৬টির বেশি চাই তৈরি করতে পারেন না। প্রতি শনি ও বুধবার হাটে এ মাছ ধরার যন্ত্র বিক্রি হয়। বাজারে একশ চাই সাড়ে ৩ থেকে সাড়ে ৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। এছাড়া এক পিস চাই ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়। এসব যন্ত্র তৈরির জন্য প্রতিটি বাঁশ কেনেন ৬০ থেকে ১০০ টাকার মধ্যে। এ যন্ত্রে ছোট মাছসহ চিংড়ি মাছ বেশি আটকা পড়ে।
চাই তৈরির কারিগররা জানান, তারা তাদের পরিবারের সবাই মিলে বর্ষা মৌসুমের ৬ মাস চাই তৈরির কাজ করেন। বাঁশ কেনা থেকে শুরু করে সম্পূর্ণ চাই করতে যে কষ্ট আর খরচ হয় সে তুলনায় লাভ বেশি হয় না।
তবে এ শিল্প এখন বিলুপ্তির পথে। দিন দিন খাল-বিল ও নদীর সংখ্যা কমে যাওয়ায় মাছ শিকারির সংখ্যাও কমেছে, যার কারণে চাইয়ের চাহিদাও কমছে। বর্তমান সব কিছুর দাম বেশি সে তুলনায় তারা চাইয়ের ভালো দাম পাচ্ছেন না। সরকার এ শিল্প বাঁচাতে স্বল্প সুদে ঋণ দিলে তাদের কার্যক্রম আরো গতিশীল করতে পারতেন।