তৃণমূল প্রতিনিধিঃ “জন্মদিনের আর পালন করা হলো না” পিরোজপুরের কঁচা নদীতে বেকুটিয়া কুমিরমারা ফেরিঘাট এলাকায় পানিতে পড়ে আব্দুল্লাহ হীল কাফি (৪২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সার্কেল-২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি সাতক্ষীরা থেকে বরিশালে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।
আবদুল্লাহ বিন কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপন জানান, আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্যারের জন্মদিন ছিলো। তাই বিকেলে অফিস শেষ করে সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালে শশুর বাড়ির উদ্দেশে রওনা হন । রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে এসে পৌঁছালে গাড়ি ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ হিল কাফি মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। সে সময় নদীতে প্রচুর স্রোত ছিলো। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পিরোজপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রফিকুল ইসলাম জানান আমাদের ডুবুরি দল বরিশাল থেকে পিরোজপুরে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত বলা যাবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
উল্লেখ্য আগামী চৌঠা সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী পিরোজপুরে কঁচা নদীর উপর বেকুটিয়া পয়েন্টে বাংলাদেশ চীন মৈত্রী অষ্টম শেখ ফজিলাতুন্নেছা সেতু’র উদ্বোধন করবেন। এর দুদিন আগেই ফেরির জন্য অপেক্ষায় থাকা এক যাত্রীর মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো।