পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে অপরাজিতা আয়োজিত নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নীতিমালা বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার ১১ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসি ওয়াচ, খান ফাউন্ডেশন, পিরোজপুর ট্রাস্ট ও রুপান্তর বাস্তবায়িত এ সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিদা বারেক
এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাধরী রায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ।
অনুষ্ঠানের শুরুতে অপরাজিতার আঞ্চলিক কো অর্ডিনেটর রাবেয়া বসরী মাল্টিমিডিয়ার মাধ্যমে কর্মসূচীর লক্ষ উদ্দেশ্য ও বাস্তবায়নের কৌশল উপস্থাপন করেন।
বক্তারা নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন।