পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে কলেজ পাড়া এলাকায় রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে মোঃ বারেক মিয়ার ভাড়া বাসায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অগ্নিকাণ্ডে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়েছে।এ সময় ঘরে মধ্যে ঘুমিয়ে থাকা আব্দুল বারেক মিয়ার ছোট ছেলে অটোচালক সাইফুল ইসলাম (২২) ও তার স্ত্রী মোছাম্মদ মনি আক্তার (১৮) আগুনে পুড়ে মৃত্যুবরণ করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান তৃণমূল সংবাদকে জানান আগুনে পুড়ে যাওয়া নব দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হবে। এ বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখব।
এদিকে ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেল রাতের খাবার খেয়ে সবাই নিজ ঘরে ঘুমিয়ে পড়ে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটতে পারে।