1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ভান্ডারিয়ায় যুব মহিলাদের প্রশিক্ষণ। দুদকের অভিযানে পিরোজপুর পাসপোর্ট অফিসে ৩ দালাল আটক। পা হারা প্রতিবন্ধি শিক্ষার্থীকে কৃত্রিম পা দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক। পিরোজপুরে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন! পিরোজপুরে মেয়র কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন। যোগ্য-সৎ-নির্ভিক ট্রেইনি রিক্রুট কনস্টেবল চান “পিরোজপুর পুলিশ সুপার। ভাণ্ডারিয়ায় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া চোরের” অর্ধগলিত লাশ উদ্ধার। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ “পিরোজপুর ছাত্রদলের।  পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও সন্তানদের সমন্বয়ে ২৯ তম বার্ষিক ক্রিড়া অনুষ্ঠিত!

পা হারা প্রতিবন্ধি শিক্ষার্থীকে কৃত্রিম পা দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক।

এইচ এম জুয়েল
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২২ বার পঠিত

পা হারা প্রতিবন্ধি শিক্ষার্থীকে কৃত্রিম পা দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক।

পিরোজপুর প্রতিনিধিঃ  পা হারা প্রতিবন্ধি শিক্ষার্থীকে মানসুরা আক্তারকে কৃত্রিম পা দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন জেলা প্রশাসকের ব্যাক্তিগত উদ্যোগে প্রতিবন্ধি মানসুরা আক্তারকে পা উপহার দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আমীনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ। প্রতিবন্ধি শিক্ষার্থীকে মানসুরা আক্তার পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে।

প্রতিবন্ধি মানসুরা আক্তার জানান, তিনি জন্মগত ভাবেই তার ডান পায়ের হাটুর নিচের অংশ নেই। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে লাঠিতে ভর দিয়ে তিনি চলাফেরা করতেন। পুরাতন একটি কৃত্রিম পা নষ্ট হয়ে গেলে তিনি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের কাছে একটি পা দাবী করি। যদিও এটি তৈরী করে দেয়া অনেকটা ব্যয়বহুল তাই তিনি পিরোজপুরের ডিসি স্যারের কাছে একটি কৃত্রিম পা এর আবদার করলে তিনি তা রাখার আশ্বাস দেন। পরে চাহিদা অনুযায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান স্যার একটি কৃত্রিম পা বানিয়ে দেন। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই পিরোজপুরের ডিসি স্যারকে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান বিভিন্ন সময়ে মেয়েটি সাহায্য সহযোগীতার জন্য তার কাছে আসতেন হঠাৎ একদিন মেয়েটি আবদার করে বলেন আমার চলাচলের জন্য একটি কৃত্রিম পা দরকার। কান্নাজড়িত কন্ঠ একটি কৃত্রিম পায়ের আবদারকে মূল্যায়ন করে তাৎক্ষনিক তার একটি কৃত্রিম পা তৈরীর জন্য বলি এবং সেটি তাকে দিয়েছি মাত্র। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে পিরোজপুরের জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এ রকম অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD