পটুয়াখালী গলাচিপায় প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা এবং উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ শাহিন শাহ্কে সংবর্ধনা ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৫ (জানুয়ারি) বেলা ১১.৩০ ঘটিকার সময় গলাচিপা উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত এর সভাপতিত্বে গলাচিপা অফিসার্স ক্লাবে সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহিন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল বশার, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখার নব-নির্বাচিত সাধারন সম্পাদিকা মোসাঃ নুসরত জাহান আনা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন, সাধারন সম্পাদক সোহাগ রহমানসহ গলাচিপা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।এসময় প্রধান অতিথি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা শিশুদের আদর স্নেহ, ভালোবাসা দিয়ে লেখাপড়া শেখাতে হবে। শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষক হল মানুষ গড়ার কারিগর। আওয়ামীলীগ সরকার আপনাদেরকে অনেক সন্মান ও মর্যাদা দিয়েছেন আশা করি আপনারাও সেইভাবে সরকারের প্রতি খেয়াল রাখবেন। পৃথীবির ইতিহাসে এমন কোন নজীর নাই যে একসাথে এতগুলো রেজিস্টারি প্রাইমারী স্কুলকে সরকারি করা সেটাও মাননীয় প্রধান মন্ত্রী করে দিয়েছন। আপনাদের প্রতি আওয়ামীলীগ সরকারের আলাদা একটা ভালোবাসা ও নজর আছে।