তৃণমূল প্রতিনিধিঃ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাড়ি ভাঙচুর করেন পোশাকশ্রমিকরা। এসময় পুলিশের দুটি মোটরসাইকেলও জ্বালিয়ে দেন তারা। শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিত্যপণ্য ঊর্ধ্বগতি কারণে জীবনযাত্রার ব্যয়ভার মেটানো যাচ্ছে না জানিয়ে দুপুর ১২টার দিকে মিরপুর-১৩ নম্বরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা দাবি তুলছেন, হয় বেতন বাড়াতে হবে, নয়তো নিত্যপণ্যের দাম কমাতে হবে। এদিকে আস্তে আস্তে বিকেল গড়িয়ে জড়ো হতে থাকে পোশাক শ্রমিকরা হঠাৎ করে বিক্ষিপ্ত শ্রমিকরা এই গাড়ি ভাঙচুর ও জ্বালাও-পোড়াও করে।
এ ঘটনা ঘটে।মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মাহবুব বিষয়টি নিশ্চিত করেন। ভাঙচুরের সময় গাড়িতে কোনো বিজিবি সদস্য ছিলেন না বলে জানান তিনি।
এ বিষয়ে পল্লবী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আসাদ বলেন, সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। দুপুরের পর আরও কিছু কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেন। পরে বিকেলে অবরোধ শেষে যাওয়ার সময় তারা বিজিবির একটি খালি বাসে ভাঙচুর চালান। পুলিশের দুটি মোটরসাইকেলেও আগুন দেন। তবে এ ঘটনায় কিছু শ্রমিককে আটক করা হয়েছে।