পিরোজপুর প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নানা আয়োজনে পিরোজপুরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় একটি সার্কিট হাউজ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাধুবী রায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এসময় জেলা আওয়ামীলীলীগ, যুবলীগ, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড.শ.ম. রেজাউল করিম (এমপি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন সহকারী পুলিশ সুপার মুকিত ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
এসময় বক্তরা বলেন শেখ রাসেল ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের কনিষ্ঠ পুত্র। প্রকট বুদ্ধিদীপ্ত ও অসাধারণ ব্যাক্তিত্বে অধিকারী। আজ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন। শেখ রাসেল দ্বীপ্তিময়, নির্ভিক নির্মল দূর্জয় স্লোগানে সারাদেশে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস। এসময় শেখ রাসেল এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।