1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নলছিটিতে জমজমাট কোচিং বাণিজ্য! হিজলায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি হিজলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ। ভারসম্যহীন নারীর নবজাতক শিশুটি”এখন ছোটমণি নিবাসে! কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃত্যু  পিরোজপুরের ১ ও ২ নির্বাচনী আসন নিয়ে হাইকোর্টের রুল! বর্ণাঢ্য আয়োজনে হিজলায় স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাস দূর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যাত্রীদের লোমহর্ষক বর্ণনা! বজ্রপাতে মেঘনা নদীতে পড়ে ছেলে নিখোঁজ” বাবা আহত! নেছারাবাদ গুয়ারেখা ইউপি উপনির্বাচনে “নৌকা পেলেন ফারজানা আক্তার!

নাজিরপুর হসপিটালের ডাক্তাররা চুরি করা ছাগল দিয়ে ভুরিভোজ

নিজস্ব প্রতিনিধি:-
  • আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩৪১ বার পঠিত

নাজিরপুর হসপিটালের ডাক্তাররা

চুরি করা ছাগল দিয়ে ভুরিভোজ

তৃণমূল প্রতিনিধি:- পিরোজপুরের নাজিরপুরে এক চা বিক্রেতার ছাগল চুরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা ভূরিভোজ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাগলটির মালিক স্থানীয় চা বিক্রেতা আব্দুল লায়েক ফরাজী গতকাল মঙ্গলবার ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। গত শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ভুক্তভোগীর একটি ছাগল হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে চুরি হয়। পরে ওই ছাগলের চামড়া স্থানীয় চামড়া ক্রেতা বিশ্বনাথের কাছ থেকে সোমবার দুপুরে উদ্ধার করা হয়। এ বিষয়ে বিশ্বনাথ বলেন, ওই চামড়াটি হাসপাতালের সুইপার বাশার শেখ তাকে দিয়েছেন।

জানতে চাইলে বাশার শেখ বলেন, চামড়াটি হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের ভূরিভোজের জন্য জবাই করা ছাগলের।

ছাগলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘরেই রান্না হয়েছে জানিয়েছেন হাসপাতালে রান্নার দায়িত্বে থাকা খাদিজা বেগম।

ভূরিভোজে অংশ নেওয়া একাধিক চিকিৎসক (ডাক্তার) জানান, তারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারীর দাওয়াতে সেখানে গিয়েছেন। সেখানে খাওয়া মাংসের ছাগল চুরি করা নাকি কেনা, তা তাদের জানা নেই।

থানার ওসি মো. আশ্রাফুজ্জামান বলেন, অভিযোগকারীকে থানায় ডাকা হয়েছে। তার সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী বলেন, রাতে সরকারি বাসভবনেই খাওয়া-দাওয়া করি। সেখানে অন্য চিকিৎসকরাও ছিলেন। তবে ছাগল চুরির মতো জঘন্য একটা ঘটনার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে কেন বুঝতে পারছি না।

এদিকে: স্থানীয়রা জানান, গত ৬ মাসে হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০ টি খাসি ছাগল চুরি হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD