নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশের প্রধানমন্ত্রী মানস কন্যা শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা কেন্দ্র নলছিটি শাখার উদ্যোগে চলাচলের অক্ষম প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়।
আজ(28 সেপ্টেম্বর) ঝালকাঠির জেলার নলছিটি উপজেলা শাখা প্রতিবন্ধী সেবা কেন্দ্রর পক্ষ থেকে, প্রতিবন্ধী হারিছুর নেছা কে হুইল চেয়ার বিতরণ করেন কনসালট্যান্ট ডা: আরাফাতুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ফিজিওথেরাপিস্ট- প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে শারীরিক প্রতিবন্ধী মোঃ ইমরান সহ আরো কিছু প্রতিবন্ধীদের মাঝে নলছিটি উপজেলা শাখার পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।