মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নতুন প্রজন্মকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদেরকে সুশিক্ষা প্রদান করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন মাদকাসক্ত ও চরিত্রহীন না হয় সেদিকে শিক্ষক ও অভিভাবকদের লক্ষ রাখতে হবে।
বুধবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) সোহাগদল গণমান মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দক্ষিণ-পূর্ব সোহাগদল কমিনিউটি ক্লিনিকের পুনর্নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী, ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ প্রমুখ।