দেশে কমিউনিটি ক্লিনিকে জন্য ১৪০ কোটি টাকার ২৭ প্রকার ওষুধ কিনছে সরকার।
নিজস্ব প্রতিনিধি:- সারাদেশে ছড়িয়ে থাকা কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য প্রায় ১৪০ কোটি ব্যয়ে ২৭ প্রকার ওষুধ কিনছে সরকার।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার কর্তৃপক্ষের (সিবিএইচসি) ওষুধ কেনার এমন একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার জানান, সিবিএইচসিকে সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানির কাছ থেকে মোট ১৩৯ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৮২০ টাকায় ২৭ প্রকার ওষুধের ৮০ হাজার ৭৩৪ কার্টন সরাসরি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
সারাদেশের ১৩ হাজার ৮৮১টি কমিউনিটি ক্লিনিকে এসব ওষুধ বিতরণ করা হবে।