তৃণমূল প্রতিনিধিঃ পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) আকস্মিক এক অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত দালালরা হল- পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর শহরের উকিলপাড়ার আব্দুল মালেকের ছেলে রিয়াজ হোসেন (৪০), সদর উপজেলার ভাইজোড়া গ্রামের আব্দুস সালাম মাতুব্বরের ছেলে মাকসুদুর রহমান (৪৬)।
পরে তিন দালালকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়ে করে কারাগারে পাঠানো হয়েছে।
দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, আমাদের কাছে বিভিন্ন সময়ে অভিযোগ থাকায় সত্যতা যাচাইয়ের জন্য ছদ্মবেশে একটি টিম পাসপোর্ট অফিসে প্রেরণ করি। তাদের কাছে এই দালালচক্র দ্রুত এবং কোন ঝামেলা ছাড়াই পাসপোর্ট করে দেবার জন্য টাকা দাবি করে। এ সময় গ্রাম থেকে আসা নিরীহ মানুষ জনের কাছেও টাকা দাবীর প্রমাণ পাওয়া যায়। পরে আমরা অভিযান চালিয়ে তিন দালালকে হাতেনাতে আটক করি। আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, আটককৃত ৩ দালালকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। আটক ইলিয়াসকে ১০ দিন এবং রিয়াজ ও মাকসুদুরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।