1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ভান্ডারিয়ায় যুব মহিলাদের প্রশিক্ষণ। দুদকের অভিযানে পিরোজপুর পাসপোর্ট অফিসে ৩ দালাল আটক। পা হারা প্রতিবন্ধি শিক্ষার্থীকে কৃত্রিম পা দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক। পিরোজপুরে মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন! পিরোজপুরে মেয়র কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন। যোগ্য-সৎ-নির্ভিক ট্রেইনি রিক্রুট কনস্টেবল চান “পিরোজপুর পুলিশ সুপার। ভাণ্ডারিয়ায় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া চোরের” অর্ধগলিত লাশ উদ্ধার। জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ “পিরোজপুর ছাত্রদলের।  পিরোজপুরে সরকারি কর্মকর্তা ও সন্তানদের সমন্বয়ে ২৯ তম বার্ষিক ক্রিড়া অনুষ্ঠিত!

দুদকের অভিযানে পিরোজপুর পাসপোর্ট অফিসে ৩ দালাল আটক।

এইচ এম জুয়েল
  • আপডেট সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৮ বার পঠিত

দুদকের অভিযানে পিরোজপুর পাসপোর্ট অফিসে ৩ দালাল আটক।

তৃণমূল প্রতিনিধিঃ  পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) আকস্মিক এক অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত দালালরা হল- পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর শহরের উকিলপাড়ার আব্দুল মালেকের ছেলে রিয়াজ হোসেন (৪০), সদর উপজেলার ভাইজোড়া গ্রামের আব্দুস সালাম মাতুব্বরের ছেলে মাকসুদুর রহমান (৪৬)।

পরে তিন দালালকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়ে করে কারাগারে পাঠানো হয়েছে।

দুদকের উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, আমাদের কাছে বিভিন্ন সময়ে অভিযোগ থাকায় সত্যতা যাচাইয়ের জন্য ছদ্মবেশে একটি টিম পাসপোর্ট অফিসে প্রেরণ করি। তাদের কাছে এই দালালচক্র দ্রুত এবং কোন ঝামেলা ছাড়াই পাসপোর্ট করে দেবার জন্য টাকা দাবি করে। এ সময় গ্রাম থেকে আসা নিরীহ মানুষ জনের কাছেও টাকা দাবীর প্রমাণ পাওয়া যায়। পরে আমরা অভিযান চালিয়ে তিন দালালকে হাতেনাতে আটক করি। আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, আটককৃত ৩ দালালকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেওয়া হয়েছে। আটক ইলিয়াসকে ১০ দিন এবং রিয়াজ ও মাকসুদুরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD