মোঃ আলহাজ হিজলা থেকেঃ বরিশালের হিজলা উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদারের নেতৃত্বে হাজারো নেতৃবৃন্দ নিয়ে আনন্দ মিছিল করেছেন। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার, সহ- সভাপতি পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক সৈয়দ তানবির,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রকি, কৃষক লীগের সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ টিটু, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব হিরন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইউনুছ সিকদার,সাধারণ সম্পাদক মুন্সি মোঃ ইচহাক, কৃষক লীগের গুয়াবাড়িয়া ইউনিয়ন সভাপতি মোঃ মামুন সরদার,অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে উপজেলার খুন্নাবাজারে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীরা। এ ছাড়া ও হরিনাথপুরসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধের বিরুদ্ধে বৃহস্পতিবার উপজেলার ৬ টি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে মিছিল করা হবে।