পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আহত হয়।
তার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের তাৎহ্মনিক বিহ্মোভ মিছিল ও পথসভা করে। উক্ত পথসভায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ সজীব,সহ-সভাপতি আলী আহমেদ তালুকদার তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত নূর পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এসময়ে শহরের পোস্ট অফিস রোড থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদহ্মিণ করে।