1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল- ৪ আসনে ‘শাম্মী আহমেদ’ নৌকার মনোনীত হওয়ায় এলাকায় ‘আনন্দ মিছিল। ভাণ্ডারিয়া ভুবনেশ্বর নদ থেকে শিশুর লাশ উদ্ধার।। জেলা সরকারি চাকুরিজীবী কল্যান পরিষদ নির্বাচনে সামসুদ্দোহা সভাপতি ও সাদ্দাম হোসেন সম্পাদক। হিজলায় ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে ফসলের ব্যপক ক্ষতি ।। তফসিলকে স্বাগত জানিয়ে হিজলায় আনন্দ মিছিল।। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা।। ডিজিটাল নিরাপত্তা মামলায় সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতা কারাগারে।। সিগারেট কোম্পানির অপতৎপরতা বন্ধে নলছিটিতে সংবাদ সম্মেলন।। বয়ঃসন্ধি কিশোরীদের সচেতনতায়” ফাতিহা’র চ্যাপ্টহার’ ফাউন্ডেশনের পথ চলা।। বিএনপি-জামায়াতের” সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল।

চেন্নাইয়ে চিড়িয়াখানায় ৯ সিংহ করোনা আক্রন্ত’ মারা গেল ‘নীলা’

তৃণমূল ডেস্কঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৬৮ বার পঠিত

                                                                                       প্রাণীদের শরীরে করোনা শনাক্ত

                                                                            চিড়িয়াখানায় ৯ সিংহ আক্রন্ত’ মারা গেল ‘নীলা’

 

তৃণমূল ডেস্কঃ– করোনা শনাক্ত হওয়ার পরে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের একটি চিড়িয়াখানায় ‘নীলা’ নামের এক সিংহী মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায় ‘নীলা’। চিড়িয়াখানা কর্তৃপক্ষ দ্বিতীয়বার করোনা পরীক্ষার জন্য নীলার শরীর থেকে নমুনা পাঠিয়েছে। নীলা ছাড়াও চিড়িয়াখানাটিতে আরও আটটি সিংহের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির।

চেন্নাইয়ের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ভান্দালুরে আরিগনার আন্না জুওলজিক্যাল পার্কের (ভান্দালুর চিড়িয়াখানা নামে পরিচিত) বাসিন্দা নীলা। এক বিজ্ঞপ্তিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ নীলা মারা যায়। মারা যাওয়ার আগে প্রাণীটির মধ্যে করোনার গুরুতর কোনো লক্ষণ ছিল না। শুধু নাক থেকে পানি ঝরতে দেখা গেছে। দ্রুত করোনা পরীক্ষা করে চিকিৎসা শুরু করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নীলাকে।

চিড়িয়াখানাটির অ্যানিমেল হাউস–১–এ গত সপ্তাহে কয়েকটি সিংহের করোনার উপসর্গ দেখা দেয়। নাক থেকে পানি ঝরা, কফ ও স্বাদ হারানোর কারণে খেতে না চাওয়ার মতো বিভিন্ন লক্ষণ দেখা গেছে এখানকার সিংহের শরীরে। এ কারণে করোনা পরীক্ষার জন্য নীলাসহ ১১ সিংহের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমেল ডিজিসেসে (এনআইএইচএসএডি) পাঠানো ৯ সিংহ–সিংহীর করোনা পজিটিভ ফল আসে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

করোনা শনাক্ত হওয়া সিংহদের চিড়িয়াখানার ভেতরেই পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানান চিড়িয়াখানাটির একজন কর্মকর্তা। তিনি বলেন, তামিলনাড়ু ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি এ বিষয়ে সমন্বয় করে কাজ করছে। পরে আরও একটি সিংহ ও চিড়িয়াখানায় থাকা সব বাঘের নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক সময় করোনার পরীক্ষার ফল ভুল আসে। এ কারণে দ্বিতীয়বার পরীক্ষার জন্য নীলার নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে চূড়ান্তভাবে বলা যাবে, নীলার মৃত্যু করোনায় হয়েছে নাকি অন্য কোনো কারণে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণীদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা পশু–পাখিদের দেখভালের কাজ করেন, তাঁদের করোনার টিকা দেওয়া হয়েছে। প্রতিটি সিংহের সেবায় আলাদা আলাদা লোক দায়িত্ব পেয়েছেন। পশু চিকিৎসক, দেখভালকারী, মাঠপর্যায়ের কর্মী—সবাই পিপিই পরে তবেই কাজে নিযুক্ত হচ্ছেন।

এর আগে হায়দরাবাদ চিড়িয়াখানায় মে মাসের শুরুর দিকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। ওই সময় চিড়িয়াখানাটিতে থাকা আটটি এশিয়াটিক সিংহের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। তবে তামিলনাড়ুর কোনো চিড়িয়াখানায় প্রাণীদের শরীরে করোনা শনাক্ত ও মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD