তৃণমূল প্রতিনিধি : চাকরি জাতীয়করনের দাবী ও সারাদেশের শিক্ষক নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৩ টায় পিরোজপুর শহরের বাইপাস সড়কের পার্টি হাউস অডিটোরিয়ামে শিক্ষক কর্মচারী ঐক্য জোট এর আহবায়ক গাজী মোঃ শাহজাহান এর সভাপতিত্বে ও সদস্যসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী অধ্যাপক সমিতি ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদ ও আইনজীবী ফোরাম এর সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন, ঢাকা ট্যাক্সেস বার অফ অ্যাসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক এম.ডি মিজানুর রহমান দুলাল, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
অনুষ্ঠানে জেলার ও উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং চাকরির জাতীয়করণের জোর দাবি তুলেন।