পেকুয়া প্রতিনিধি। কক্সবাজারের পেকুয়ায় ঘূর্ণিঝড়ের সময় সন্তান জন্ম দিয়েছেন এক মা।
ঘূর্ণিঝড় মোখা’র আতঙ্কে আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নেওয়ার সময় শনিবার রাত তিনটার দিকে প্রসব বেদনা উঠে জনয়ব বেগম নামে এক নারী। এ সময় পেকুয়া থানার ওসি খবর পেয়ে পুলিশ গাড়ি করে সন্তান সম্ভাবনা নারীকে দ্রুত হাসপাতালে পাঠানো ব্যবস্থা করেন। সেখানে ভোর রাত ৫ টায় যসময় জন্ম নেয় এক ফুটফুটে ছেলে সন্তান।
নবজাতকের মা জয়নব বেগম ঘূর্ণিঝড়ের স্মৃতিকে ধরে রাখার জন্য শখ করে ছেলের নাম রাখেন মোখা” এনিয়ে এলাকায় অন্যরকম আমেজ সৃষ্টি হয়েছে।