1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পিরোজপুরের ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ৩৩টির মধ্যে বাদ পড়েছে  ১০টি বরিশাল- ৪ আসনে ‘শাম্মী আহমেদ’ নৌকার মনোনীত হওয়ায় এলাকায় ‘আনন্দ মিছিল। ভাণ্ডারিয়া ভুবনেশ্বর নদ থেকে শিশুর লাশ উদ্ধার।। জেলা সরকারি চাকুরিজীবী কল্যান পরিষদ নির্বাচনে সামসুদ্দোহা সভাপতি ও সাদ্দাম হোসেন সম্পাদক। হিজলায় ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে ফসলের ব্যপক ক্ষতি ।। তফসিলকে স্বাগত জানিয়ে হিজলায় আনন্দ মিছিল।। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা।। ডিজিটাল নিরাপত্তা মামলায় সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতা কারাগারে।। সিগারেট কোম্পানির অপতৎপরতা বন্ধে নলছিটিতে সংবাদ সম্মেলন।। বয়ঃসন্ধি কিশোরীদের সচেতনতায়” ফাতিহা’র চ্যাপ্টহার’ ফাউন্ডেশনের পথ চলা।।

ঘুমন্ত ছোট ভাইকে” কুপিয়ে হত্যা করলো বড়ভাই।।

এইচ এম জুয়েল
  • আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১২৯ বার পঠিত

ঘুমন্ত ছোট ভাইকে” কুপিয়ে হত্যা করলো বড়ভাই।।

তৃণমূল প্রতিনিধিঃ  ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামে আপন ছোট ভাই বেল্লাল হাওলাদার (৩৫)-কে কুপিয়ে হত্যা করেছে বড়ভাই নুরুল হক নুরু হাওলাদার। সোমবার(১৪ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত বেল্লাল মহিষকান্দি গ্রামের মৃত মোমিন হাওলাদারের ছেলে। সে পল্লী বিদ্যুতের রিডার হিসেবে কর্মরত ছিল। জমি নিয়ে বিরোধের কারণে বেল্লাল নিজ বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে বসবাস করতো। সেখানেই ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে তার আপন বড় ভাই নুরুল হক নুরু (৫০)।                                                                    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল অবিবাহিত এবং একা থাকার কারণে প্রতিবেশী ছোবাহান হাওলাদারের বাড়িতে রাত্রিযাপন করতো। সোমবার প্রতিদিনের মত প্রতিবেশীর বাড়ি ঘুমিয়ে ছিলো বেল্লাল। সোমবার ভোররাতে ঘর মালিক ফজরের নামাজের জন্য বাইরে বের হলে বেল্লালের সাথে কথা বলবে বলে তার ঘরে প্রবেশ করে বড় ভাই নুরু। পরে বেল্লালের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে নুরু।

ঘর মালিকের ছেলে আল আমিন বলেন, ফজরের সময় নুরু কাকা আমাদের বাড়িতে আসছে, আমি বলেছি আপনি কেন আসছেন তখন নুরু কাকা বলেন তুই ছোট মানুষ বুঝবি না ঘুমিয়ে থাক, তখন আমি আবার শুয়ে পড়ে। বেল্লালের কাছে গিয়ে মাথায় কোপ শুরু করে নুরু, আমি ডাক চিৎকার দিয়ে লোক ডাকলেও কেউ আসেনি। তখন নুরু বাইরে চলে যায়, এর পর আল আমিন ও মিজান তার পিছু নিয়ে মজসিদের সামনে গেলে লোকজন ডেকে তাকে ধরা হয়।

আটক বড় ভাই নুরুল হক নুরু জানান নিহত ছোট ভাই বেল্লাল আমার বাবা এবং মায়ের কাছ থেকে ভুল বুঝিয়ে জমি রেজিস্টি করে নিয়েছে একাধিক সালিশি ব্যবস্থায় ডাকলেও সে কখনো আসেনি বরং আমার পরিবার বিরুদ্ধে উলটো একাধিক মামলা দিয়েছে। তাই মনের ক্ষোভে স্বগেয়ানে আমি এই হত্যাকাণ্ড করেছি আমি ব্যতীতীয় আমার পরিবার এই হত্যাকান্ডে জড়িত নয়। আপনারা (গ্রামবাসী) আমাকে কেউ মারবেন না আমি চোরও না চোট্টাও না যা হবার আইনি হবে।

এ বিষয়ে কাঠালিয়া থানার ওসি (তদন্ত) শাহিন হোসেন জানান, নুরাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD