1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় পরিত্যক্ত ভবনে লাইব্রেরী” প্রচন্ড তাপদাহে টিনশেডে শিশুদের ক্লাস! মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের “সভাপতি নাজমুল-সম্পাদক কামরুল! হিজলায় প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে এফ এ আর গ্রুপের গরু বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ ভান্ডারিয়ায় কলেজ পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক “নুরুজ্জামান হাওলাদার ঘূর্ণিঝড়ে জন্ম নিয়েছে শিশু” মা’ নাম রেখেছে মোখা! ভান্ডারিয়ায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের কমিটি গঠন, সভাপতি মনির-সম্পাদক পলাশ! পিরোজপুর জেলা জাতীয় যুব সংহতির”  হাফিজুর রহমান আহবায়ক ও আবুল কালাম সদস্য সচিব। মঠবাড়িয়ায় মানবসেবা সংগঠনের পক্ষ থেকে অসুস্থ ছাত্রীকে “আর্থিক সহায়তা। র‌্যাবের অভিযানে “মঠবাড়িয়া পুলিশের উপর হামলার ৫ আসামি গ্রেপ্তার। আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ভান্ডারিয়ায় যুব মহিলাদের প্রশিক্ষণ।

গুছ টেন্ডার করে ভান্ডারিয়া হাসপাতাল ভবন নিলামে কম মূল্যে বিক্রয় রাজস্ব হারালো রাষ্ট্র।

ভান্ডারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৯২৮ বার পঠিত

গুছ টেন্ডার করে ভান্ডারিয়া হাসপাতাল ভবন নিলামে কম মূল্যে বিক্রয় রাজস্ব হারালো রাষ্ট্র।

ভান্ডারিয়া প্রতিনিধি ঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরাতন ১১ কক্ষ বিশিষ্ট দোতলা ভবন নিলাম প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২৫ লাখ টাকা মুল্যের ভবনটি  গুছ টেন্ডারের মাধ্যমে প্রায় সাড়ে ৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

একাধিক সুত্র জানান , ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুরাতন ভবন নিলামে বিক্রির জন্য চলতি বছরের ০৩ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়। আজ (১৮ মে) মঙ্গলবার দুপুর ১২ টায় পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাঃ হাসানাত ইউসুফ জ্যাকি, ভান্ডারিয়ার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায় এবং জেলা স্বাস্থ্য প্রকৌশলী মো. হাবিবুর রহমানের উপস্থিতিতে টেন্ডারের সিডিউল যাচাই বাছাই শেষে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক শুরু করেন।

কিন্তু কতিপয় স্থানীয় প্রভাবশালীরা তাদের পছন্দনিয় ২৬ টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে গুছ প্রক্রিয়ার মাধ্যমে (২৬ জন ঠিকাদারকে ৬ লক্ষ টাকা বিনিময়ে ম্যানেজ করে) নিলাম ডাকা শুরু করেন। এখানে গুছ কমিটির কর্তৃপক্ষ তাদের অপছন্দের অনেক ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন অজুহাত দেখিয়ে নিলাম প্রক্রিয়ায় অংশ নেয়া থেকে বিরত রেখে  স্থানীয় ঠিকাদার মেসার্স মোল্লা ভান্ডার সত্বাধিকারী মো. জালাল হোসেন পোদ্দারকে ৫লাখ ৩৬হাজার ৪ শত টাকায় সর্বোচ্চ দর দেখিয়ে ভবনটি নিলামে বিক্রি করা হয়।

এ বিষয়ে নিলামে অংশ গ্রহন করতে ইচ্ছুক খুলনা, বরিশালের একধিক ঠিকাদার প্রতিষ্ঠানের সত্তাধিকারীরা কর্তৃপক্ষের অপছন্দের হওয়ায় তাদেরকে বিভিন্ন অজুহাতে দেখিয়ে নিলামে অংশ নেয়া থেকে বিরত রাখেন । এ ব্যাপারে মিডিয়া এন্টার প্রাইজের ঠিকাদার মোঃ জুয়েল হাওলাদার অভিযোগ করেন, আমি সময় মত নিলামে অংশ নিতে লাইনে দাঁড়িয়ে থাকলেও ঠুনকো অজুহাত দেখিয়ে আমাকে সহ একাধীক প্রতিষ্ঠানকে একটি মহল অংশ নিতে দেননি। আমি নিলামে অংশ নিতে পারলে ১২ থেকে ১৫ লাক্ষ টাকায় এ ভবনটি ক্রয় করতাম। এতে সরকারি কোষাগারে রাজস্ব বাড়ত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর বলেন, এভাবে অনিয়মের মাধ্যমে ভবন নিলাম প্রক্রিয়ায় রাষ্ট্র যদি রাজস্ব হারায় তা অনিয়ম। এ ব্যাপারে অভিযোগ পেলে বিষয়টি নিয়ে আমার আপিল করার সুযোগ আছে।

পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাঃ হাসানাত ইউসুফ জ্যাকি বলেন, এই নিলাম প্রক্রিয়ায় যেহেতু ২৬ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান যদি কোন তৃতীয় ব্যক্তিদের কাছে ম্যানেজ হয়ে যায় সেখানে আমাদের কি করার আছে। আমরা তো ওপেন টেন্ডারের মাধ্যমে ভবন বিক্রয়়় করেছি।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD