পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় গজালিয়া ইউনিয়নে গরীব অসহায় ৩ শত মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার হিসাবে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও “গণ অধিকার পরিষদের” কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এনায়েত হোসেন। শনিবার বেলা ১১ টার সময় গজালিয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী মো: জয়নাল আবেদিন জোমাদ্দার। কোরআনের আয়াত তেলোয়াত করার পর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ফাহিম। তিনি বলেন তারুণ্যের রাজনৈতিক নতুন গণ অধিকার পরিষদ। বিএনপি ও আওয়ামী লীগের দেশ শাসন আমরা দেখেছি। এখন জনগণ শান্তিতে নাই। আমরা আপনাদের সকলের দোয়া চাই। ২০২৩ সালের নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থি দিবো। আমরা জনগনের সেবা করতে চাই। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো আউয়াল জোমাদ্দার, মিজান জোমাদ্দার, মন্জু, নাসির জোমাদ্দার প্রমুখ।