ব্যক্তিগত কারণে মোটে ৩০ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টেনে দেন টেইলর। প্রমিলা ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একজন উইকেট রক্ষক ছিলেন তিনি। তবে, এখন তার মূল মন্ত্র সাসেক্স দলের সাথে একাত্ন হয়ে দলের উন্নয়নে তার জ্ঞান প্রদানের মাধ্যমে সহায়তা করা।
টেইলর বলেন, ‘চলার পথে আমি বেন ব্রাউন এবং ফিল সল্টের মতন কিপারদের পাব। যে কয়েকজন কিপার আছে তারা সকলেই পেশাগত ক্রিকেটের জন্য উপযুক্ত। সত্যি বলতে, পরম যত্নের সাথে তাদের সাথে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’
‘আমি যা জানি, যতটা জানি পুরোটা তাদের সাথে ভাগাভাগি করে নিব। চাপ না নিয়ে গ্লাভস হাতে তাদের সময়টা উপভোগ করাতে শেখাতে চাই। নিজের উপরে পূর্ণ বিশ্বাস রেখে যাতে তারা ব্যাকরণগত ক্রিকেট খেলতে পারে তাদের সেইভাবে গড়ে তোলার চেষ্টা করব।’
সাসেক্সের নবনিযুক্ত হেড কোচ জেমস কার্টলে, তার সহযোগী ইয়ান স্যালিসবারি থেকে কোচিং প্যানেলের সকলেই তাদের নতুন সহকর্মী টেইলরকে স্বাগতম জানিয়েছেন। সকলে মিলে একত্রে কাজ করে দলের জন্য কিছু করতে চান তারা।
‘সারাহ’র কাছে অনেক কিছু শেখার আছে ছেলেদের। সাথে সে তার মিশুক আচরণের মাধ্যমে পরিবেশটাও মাতিয়ে রাখার সামর্থ্য রাখে। তার ক্রিকেট জ্ঞান নিয়ে কারো দ্বিমত নেই, সেরা উইকেট রক্ষকদের একজন সে। সাথে ভালো মানুষও বটে। একজন যোগ্য নির্দেশক হিসেবে সে নিজেকে প্রমাণের মাধ্যমে খুব তাড়াতাড়ি দলের অন্যতম সম্পদ হয়ে উঠবেন।’