তৃণমূল প্রতিনিধঃ ভান্ডারিয়ার চরাইল গ্রাম দারুসসুন্নাত খানকায়ে নেছারীয়া দীনিয়া কমপ্লেক্সে (৪আগস্ট) বৃহস্পতিবার মাগরিব বাদ বিশেষ তালিমী জলসায় উপস্থিত হয়ে ওয়াজ মাহফিল করেন উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন ছারছিনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হরযত মাওলানা, শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ্ ( মা.জি.আ)। এ সময় তার সফরসঙ্গী হিসেবে আসেন পীর সাহেবের বড় জামাতা আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ সহ বুজুর্গ আলেমগণ ও ইসলামিক শিল্পগোষ্ঠী।
এ সময় পীর সাহেবের ভক্তবৃন্দ ও স্থানীয় দ্বীনদার কয়েক হাজার মুসল্লিগণ উক্ত তালিমী জলসায় উপস্থিত হয়ে হাদিস কোরআনের আলোকে হুজুরের দ্বীনি বয়ান শুনেন। পীর সাহেব বলেন কোরআন ও হাদিসের আলোকে সঠিক এবং হক পথে চললে দুনিয়া ও আখেরাতে শান্তি হবে। হক্কানী আলেমের সংস্পর্শে ও নবী রাসূলের ইসলামী পথে আহ্বান জানিয়ে বিশেষ মোনাজাতে তিনি বিশ্বময় শান্তি ও দীনিয়া কমপ্লেক্সের জন্য দোয়া করেন।
উল্লেখ্য, ২০১৫ সালে চড়াইল গ্রামে সাবেক অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম ছারছীনা পীর সাহেবের অনুমতি নিয়ে এই দারুস্ সুন্নাত খানকায়ে নেছারিয়া দীনিয়া কমপ্লেক্সটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন যাবত সুনামের সহিত পরিচালনা হয়ে আসছে। সম্প্রতি আকস্মিক বন্যায় টিনশেড মাদ্রাসাটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। (এনিয়ে””ঝড় বৃষ্টি উপেক্ষা করে কয়েকশত ছাত্র-ছাত্রী খোলা আকাশের নিচে পাঠদান করছে। এই নামে একটি খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল।