মোঃ আলহাজ বিষেশ প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন মোঃ ওবাইদুল হক। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম এর সন্তান। ১০ ফেব্রুয়ারি ২০২২ খ্রিঃ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহা সচিব মোঃ শফিকুল ইসলাম এর স্বাক্ষরে তাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নাম ঘোষনা করা হয়েছে।
উক্ত পদে তাকে মনোনীত করার জন্য চেয়ারম্যান ও মহা সচিব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ ওবাইদুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সঠিক পথ দেখানোর লক্ষে আমি আপ্রাণ চেষ্টা করে যাবো। আমি একজন গর্বিত পিতার সন্তান হিসেবে জন্ম গ্রহণ করেছি, আমি জানি মুক্তিযোদ্ধার সন্তানেরা একটি সময় কতো কষ্ট করেছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে। আমি যে সম্মান পেয়েছি আমি চেষ্টা করে যাবো প্রত্যেক মুক্তিযোদ্ধার সন্তানদের সম্মান বজায় রাখতে।