আলহামদুলিল্লাহ! পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সবার অংশগ্রহণে পবিত্র জুমআ অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় গত রোববার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সৌদি। এছাড়া স্থল ও সমুদ্র বন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে। অন্তত এক সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটি।
২৫ ডিসেম্বর মোতাবেক ১০ জুমাদাল উলা। মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মক্কায় মদিনায় অবস্থানরত বিশ্ব মুসলিমকে নিয়ে পড়া হবে আজকের জুমআ। হারামাইন কর্তৃপক্ষ আজকের খুতবাহ ও জুমআর জন্য দুই প্রসিদ্ধ খতিব নির্ধারণ করেছেন। তারা হলেন-
– কাবা শরিফ : দুই পবিত্র মসজিদের প্রধান, প্রবীণ ইমাম ও খতিব, ইলমে কেরাতের প্রসিদ্ধ কারি শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি।
– মদিনা : প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বুয়াইজান।
মহামারি করোনায় যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ মুসল্লিরা নিরাপদে এ দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে এবং মদিনার মসজিদে নববিতে উপস্থিত হয়ে খুতবা শোনবেন এবং নামাজ আদায় করবেন।
উল্লেখ্য, সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জুমআর নামাজের খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করবেন। হারামাইনডট ইনফোসহ অনেক চ্যানেলেও এ নামাজ সরাসরি সম্প্রচারিত হয়।