তৃণমূল প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে উপজেলার মরিবুনিয়া পল্লী বিদ্যুৎ কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান (৪২) ও লাইনম্যান মনির হোসেন (৩৫) নিহত হয়েছেন ।
২ আগস্ট বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার নেয়ামপুরা গ্রামের মোল্লা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মৃত মো. মিজানুর রহমান এর বাড়ি পটুয়াখালী জেলায় এবং মনির হোসেনের বাড়ি কাঠালিয়ার বানাই গ্রামে।
জানাযায়, আজ বুধবার বিকেল ৫টার দিকে পল্লী বিদ্যুতের লাইন মেরামতের জন্য তারা নেয়ামতপুরা গ্রামের মোল্লা বাড়ি যাওয়ার পথে বিদ্যুতের লাইন ছিড়ে নিচে পরে থাকার কারনে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিমা রানী সরকার মৃত ঘোষনা করেন।