তানভীর আহমেদ কাউখালী থেকেঃ পিরোজপুরের কাউখালীতে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত। জানা যায়, কাউখালী উপজেলার ডুমজুরী গ্রামের মতিউর রহমান হালিম তালুকদারের ছেলে জয়কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থী মোস্তাকিম নেভিল তালুকদার (১৫)
আজ (৫ জুন) রবিবার সন্ধ্যায় কাউখালী-ছত্তারকান্দা সড়কে বেজগান নামকস্থানে মটরসাকইল দূর্ঘটনায় মৃত্যু হয়। এ মৃত্যুতে পরিবার, সহপাঠী ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে আসে।
এদিকে উপজেলা চেয়ারম্যান, আবুসাঈদ মিয়া মোস্তাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় নেভিন এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন, কলেজের অধ্যক্ষ মুহাঃ জসিমউদ্দিন সহ সকল শিক্ষক কর্মচারী দুঃখ প্রকাশ করেন।