করোনা তৃতীয় ঢেউ ভ্যারিয়েন্ট ডেল্টার সংক্রমণে অবশেষে পিরোজপুরে লকডাউন
এইচ এম জুয়েল:- দেশে করোনার তৃতীয় ঢেউয়ে নতুন ভ্যারিয়েন্ট ডেল্টায় আক্রান্ত হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে পিরোজপুরের পার্শ্ববর্তী পশ্চিমের জেলা গুলো আগে লকডাউন আওতায় থাকলেও পিরোজপুর ছিল উমক্ত। সাম্প্রতিক হয়ে যাওয়া ৩২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবাদে চলাফেরা কারণে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অবশেষে পিরোজপুর জেলার চারটি পৌরসভায় আগামী ২৬ তারিখ থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক আবুআলী মোঃ সাজ্জাদ হোসেন। পৌরসভা গুলো পিরোজপুর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও স্বরূপকাঠি।
উল্লেখ্য, জুন মাসে পিরোজপুরে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গত এক মাসে ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত এক সপ্তাহে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আর ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
গতবছরের করোনাভাইরাস এর প্রথম ঢেউয় শেষ হতে না হতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয় শুরু হয় এরি মধ্যে সরকার এপ্রিলে কঠোর বিধিনিষেধ আরোপের পর মে মাসে দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা কমে এসেছিল। কিন্তু আবারো দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার সামাজিক বিস্তার বা কমিউনিটি ট্রান্সমিশন ঘটায় দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল সহ বিভিন্ন এলাকায় সংক্রমণ ও মৃত্যু জুনের শুরু থেকে আবার দ্রুত বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮১ জনের মধ্যে ২৩ জনই খুলনার। এছাড়া ঢাকায় ১৩, চট্টগ্রামে ৭, রাজশাহীতে ২০, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৭ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় গত ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ জুন তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৭ কোটি ৯৬ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৯২ হাজারের বেশি মানুষের।