বরিশালে বেড়ে ৩১ এবং খুলনায় কমে ২৬ জনের করোনায় মৃত্যু হয়েছে।
এইচ এম জুয়েল:- বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে:–বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৫ হাসপাতালে ৩১ জনের মৃত্যু । এদের মধ্যে উপসর্গ নিয়ে ১৮ জন এবং করোনায় ১৩ জন মৃত্যুবরণ করেন, যা বিভাগে সর্বোচ্চ এ সময়ে আক্রান্ত ও শনাক্ত হয়েছে ৭৯৮ জন। সোমবার (২ আগস্ট) বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৬২৭ জন। এদের মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৭ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন।
বিভাগের জেলা ভিত্তিক আজকের সমীক্ষা। বরিশালে:-মোট মারা গেছেন ১৬২ জন।:-পটুয়াখালীতে মোট মারা গেছেন ৮৪ জন।:-পিরোজপুররে মোট মারা গেছেন ৭৩ জন।:-বরগুনায় মোট মারা গেছেন ৬৭ জন।:-ঝালকাঠিতে মোট মারা গেছেন ৬১ জন।:-ভোলায় মোট মারা গেছেন ৪০ জন। উল্লেখ্য :- বরিশাল বিভাগের পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৩ জনের। এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৯৫ হাজার ১৮৫ জন করোনা শনাক্ত হয়েছে। এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৯৪ জন।
এদিকে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন নিজে সহ “মা, স্ত্রী, ২পুত্র,ও গৃহকর্মী নিয়ে মোট ছয়জন করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন।