1. admin@dainiktrinamoolsangbad.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হিজলায় ১০৬ বছর পর থানার জমি উদ্ধার। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারের আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল .. এ কে এম এ আউয়াল। সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী -মহিউদ্দিন মহারাজ !! আড়িয়াল খাঁ নদীর উপর হতে যাচ্ছে সেতু কথা দিয়ে কথা রাখলেন — আবুল হাসানাত!! হিজলায় অবসরপ্রাপ্ত বিজেপি সদস্যের রহস্যময় মৃত্যু লাশ উদ্ধার ।। হিজলায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিময়! নলছিটিতে জমজমাট কোচিং বাণিজ্য! হিজলায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি হিজলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ। ভারসম্যহীন নারীর নবজাতক শিশুটি”এখন ছোটমণি নিবাসে!

এমপিরা হলো সচিবদের উপরে “তোফায়েল আহমেদ”

নিজস্ব প্রতিনিধি:-
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৪১ বার পঠিত

         এমপিরা হলো সচিবদের উপরে।              জেলায় সচিবদের দায়িত্ব দেওয়ায় জনপ্রতিনিধির           কর্তৃত্ব স্নান হয়েছে “এমপি তোফায়েল”

নিজস্ব প্রতিনিধি:- নিধিধিএমপিরা  হলো সচিবদের উপরে, বিষয়টি খেয়াল রাখতে হবে সংসদে  তোফায়েল আহমেদ .এমপি

করোনা মোকাবিলায় জেলাওয়ারি স্বাস্থ্যসেবা ও সরকারি কার্যক্রম সমন্বয় করতে সচিবদের দায়িত্ব দেয়ায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ .এমপি। তিনি বলেছেন, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম)-এ এমপিরা সচিবদের উপরে। বিষয়টি খেয়াল রাখতে হবে। সবিচদের দায়িত্ব দেয়ায় রাজনীতিবিদের কর্তৃত্ব ম্লান হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমাদের পরিকল্পনামন্ত্রী বলেছেন ফেরাউনের সময়ও আমলা ছিল। তিনিও একজন আমলা ছিলেন। আমরা যেসব কথাবার্তা বলি মানুষ এসব পছন্দ করে না। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম)-এ এমপিরা সচিবদের উপরে। বিষয়টি খেয়াল রাখতে হবে। প্রশাসনিক কর্মকর্তারা থাকবেন।

তিনি আরও বলেন, করোনাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। আমাদের দুর্ভাগ্য…আমরা যারা জাতীয় সংসদ সদস্য এখানে উপস্থিত। এমন একজনও নাই যিনি নিজস্ব অর্থায়নে বা যে কোনোভাবে গরিব-দুখী মানুষের পাশে দাঁড়াননি। সবাই দাঁড়িয়েছেন, আমরাও দাঁড়িয়েছি।

তোফায়েল বলেন, এখন আমাদের জেলায় জেলায় দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তা। মানুষ মনে করে আমরা যা দেই এগুলো দেন প্রশাসনিক কর্মকর্তারা। অথচ প্রশাসনিক কর্মকর্তা কিন্তু দেননি। অনেকেই যাননি। আমার নিজের জেলা ভোলায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এখন পর্যন্ত যাননি। এটা কিন্তু ঠিক নয়। এটা একটা রাজনৈতিক সরকার। রাজনীতিবিদদের যে একটা কর্তৃত্ব বা কাজ সেটা কিন্তু ম্লান হয়ে যায়।

তিনি বলেন, রাজনৈতিক সরকার। যারা নির্বাচিত প্রতিনিধি তাদের জন্য নির্ধারিত স্থান যেখানে আছে সেখানে থাকা উচিত। আমাদের জেলায় একজন সচিব যাবেন। তাকে গ্রহণ করবো, বরণ করে নেব এটা ঠিক আছে। কিন্তু যারা একদিনের জন্যও যান না। তারা দায়িত্বপ্রাপ্ত। আমাদের মতো লোক আমরা…তারা যাবেন ফোন করবেন তারপর ইত্যাদি…এগুলো আমি বললাম না।

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২০ দৈনিক তৃণমূল সংবাদ
Theme Customized BY Theme Park BD