এইচ এম জুয়েল:- বাংলা একাডেমি আয়োজিত ২০২২ এর একুশে বইমেলার উদীয়মান লেখিকা সাংবাদিক শিরিনা আফরোজ এর নতুনভাবে দুটি বই আত্মপ্রকাশ।
উপকূলীয় দক্ষিণের জেলা পিরোজপুরে জন্ম নেওয়া সাংবাদিক শিরিনা আফরোজ স্থানীয় আফতাব উদ্দিন কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত থেকে দীর্ঘদিন যাবৎ সাংবাদিক পেশায় নিয়োজিত।তারই পাশাপাশি লেখালেখি চালিয়ে যান সমান তালে।
এবারের একুশের বইমেলায় সপ্তর্ষি প্রকাশনী থেকে তার দুটি কবিতার বই আত্মপ্রকাশ ঘটে । ১৩ নম্বর স্টলে বৃষ্টি বিলাস ও মন খারাপের বাড়ি নামে কবিতার বই দুটি পাওয়া যায়।
বই মেলায় ঘুরতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম, ব্যাংকার মোঃ মামুন আব্দুল কাইয়ুম, অবসর সেনা কর্মকর্তা মো: কর্মকর্তা আবুল কাশেম, বিএম কলেজের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম রুবেল সহ কতিপয় পাঠকরা জানান বই দুটি দেখে খুব ভালো লেগেছে পরে দেখলাম লেখার গুণগতমান অনেক ভালো তাই কিনে নিয়ে গেলাম।
এদিকে করোনার মহামারি কিছুটা শিথিল হওয়ার সাথে সাথে বইমেলা প্রাঙ্গনে বইপ্রেমী পাঠকের সমাগম বেড়ে যায়।
বাঙালিদের পাশাপাশি বিদেশিদের দেখা যায় এই প্রাণের বই মেলায়। মেলা শেষ প্রান্তে এসেও বিভিন্ন বইয়ের স্টল গুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সপ্তর্ষি প্রকাশনার স্বত্বাধিকারী শিবু ওঝা তৃণমূল সংবাদ কে জানান এবারের বইমেলা আমার নিজ জেলা পিরোজপুরের উদীয়মান লেখিকা শিরিনা আফরোজ প্রথম লিখিত হিসেবে তার বই দুটি পাঠকের সাড়া পেয়েছে এবং আমার প্রকাশনী থেকে যতগুলো বই বের হয়েছে সবগুলো বই ভাল ভাবে পাঠকের হৃদয় মন জুগিয়ে ব্যাপক সাড়া পেয়েছি।
লেখিকা সাংবাদিক শিরিনা আফরোজ তৃণমূল সংবাদ কে জানান আমি কলেজ ও সাংবাদিকতা পেশাগত দায়িত্ব পালন করার মাঝেও সাংসারিক কাজকর্ম সামলিয়ে অনেক কষ্ট করে বই দুটি লিখেছি। আশা করি পাঠকদের মনে কিছুটা হলেও জায়গা পাবে। তবে প্রথমবারের মতো পাঠকদের যে রকম সাড়া পেয়েছি ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করবো।